কিন্তু আর জি কর মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় সে বিষয়ে নির্যাতিতার পরিবারের কথা শুনতে চায়নি উচ্চ আদালত। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নির্যাতিতার পরিবার আবেদন জানালে তা শুনতে পারে হাই কোর্ট। আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না।
নির্যাতিতার মা-বাবার আবেদন ছিল, সুপ্রিম কোর্টের শুনানিতে বারবার দিল্লি যাওয়াতে সমস্যা হওয়ায় তাঁদের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হলে তাতে অংশ নেওয়া অনেক সহজ হবে। সোমবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে। তখন বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কলকাতা হাইকোর্টে মামলার শুনানির অনুমতি দেয়।
আরজি কর মামলায় তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করেছে পরিবার। এমনকি চার্জশিটে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। অবশ্য ইতিমধ্যে সঞ্জয়কে যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তবে একমাত্র সঞ্জয় এত বড় কাণ্ডের দোষী নয়, এই দাবি বরাবর করে আসছেন অভয়ার পরিবার এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকাও।
একটি মন্তব্য পোস্ট করুন