নববর্ষ: বাঙালিয়ানার আনন্দ, ঐতিহ্য ও নতুন সূচনার উৎসব
আপনারা
কি জানেন এই বছর বাংলার নববর্ষের সাল কত হতে চলেছে? আমরা বাঙালি হলেও আমাদের মধ্যে
অনেকেই আছেন যারা জানেন না এই বছর নববর্ষের সাল ১৪৩১ নাকি ১৪৩২ হবে , কিন্ত ইংরেজির সাল মনে রাখে । এটি আমাদের ও দোষ নয়, সেই ভাবে দেখতে গেলে ইংরেজি সালের প্রচলন খুবই বেশি, তাহলে জানে নিন এই বছর কবে হতে চলেছে এই প্রতিবেদনটির
দ্বারা।
তাহলে
প্রথমেই বলে দেওয়া ভালো এই বছর বাংলার নববর্ষ অর্থাৎ পয়লা বা পহেলা বৈশাখ হল ১৪৩২ । এটি এই বছর ইংরেজি ক্যালেন্ডারে ২০২৫ এর মতে ১৫ই
এপ্রিল উদ্যাপন করা হবে আর বাংলা ক্যালেন্ডারের
মতে পয়লা বৈশাখ (১ লা বৈশাখ ১৪৩২।
source: Unsplash
নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির ক্যালেন্ডারের শুধু একটা তারিখ নয়, এটি এমন এক উৎসব, যেখাণে পুরোনোকে পিছনে ফেলে নতুনকে বরন করা হয় উৎসবের আনন্দে। বাংলার ঘরে ঘরে একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানানো এবং মিষ্টি মুখ করায়।
পহেলা বৈশাখ 2025: তারিখ এবং সূর্যোদয়ের সময়
- পহেলা বৈশাখ 2025 তারিখ: 15ই এপ্রিল 2025, মঙ্গলবার (বাংলা যুগ 1432 শুরু হয়)
- সংক্রান্তির মুহূর্ত পহেলা বৈশাখ 2025: 03:30
AM, 14 এপ্রিল 2025
- সূর্যোদয়: 05:19 AM, 15ই এপ্রিল 2025
- সূর্যাস্ত: ০৫:৫৩ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০২৫
ইতিহাস:
আগেকার
দিনে এবং এখন অনেক গ্রামাঞ্চলে এই প্রথা পালন করা হয় সেটি হল এই দিন ফসল কাটা হয় এবং লক্ষ্মী ও গণেশের পুজার সাথে তারা তাদের নতুন
বছর শুরু করে এই ভেবে যেন তাদের এই বছরটি ভালো কাটে। তারা পুরোনো সব ঋণ মিটিয়ে নতুন করে ব্যবসার খাতা খোলে। অনেক জায়গায় এই দিন প্রভাত ফেরিরও আয়োজন
করা হয়। মুঘল বাদশা আকবর ১৫৮৪ সালে বাংলা
ক্যালেন্ডার তৈরি করেছিলেন খাজনা আদায়ের জন্য কিন্ত পরবর্তী কালে সেটা Bengali
culture এর আয়ত্যের মধ্যে পরে গেছে।
নববর্ষ মানে:
উৎসবের
আবহে থাকে গান, আবৃত্তি, খাবার দাবার,
নতুন পোশাক, হালখাতা , আর থাকে এক অপার
যা পুরনো দুঃখ ভুলে সামনে এগিয়ে চলার প্রেরণা দায়। এই দিন দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয়ে।
এই দিন দোকানে দোকানে ক্রেতার ভিড় উপচে পড়ে। বিক্রেতারা তাদের ক্রেতাদের জন্য উপহার তৈরী করে রাখে আগের
থেকে যার মধ্যে থাকে নতুন বছরের ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট
এখন কার
culture:
এখন
নববর্ষ আলাদা ভাবে পালিত হয়। এদিন মহিলারা সাড়ে বা traditional পোষাক পরেন এবং পুরুষরা
ধুতি বা পায়জামা পাঞ্জাবি পরে। বাড়িতে অনেক রকমের সাজ সজ্জা করে যেমন ঘর পরিষ্কার
করে অল্পনা দেওয়া, লক্ষ্মী গণেশ কে বাড়িতে
বা দোকানে এনে পুজো করা, রঙ্গোলি বানানো, বিভিন্ন রকমের রান্নার পদ যেমন পোলাও কষা মাংস, বা বাঙালি আনা খাবার যার মধ্যে থাকে ৫ রকম
ভাজা, সব্জি, মাছ, মাংস ইত্যাদি । এই
দিন বাড়িতে অনেক রকমের মিষ্টি ও বানানো হয়।
আমাদের
তরফ থেকে সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
একটি মন্তব্য পোস্ট করুন