ট্রেনের পাশাপাশি এবার শেওড়াফুলি থেকে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হলো। জনসাধারণের কথা মাথায় রেখে শেওড়াফুলি থেকে সেক্টর ফাইভ রুটে (Kolkata Bus Service) এসি বাস চালু করার সিদ্ধান্ত নিল বাস কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই বাস আপাতত ভাবে শেওড়াফুলি ও সল্টলেক রুটে প্রতিদিন এই রুটে ৫ টি করে বাস চলাচল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই নিত্যযাত্রীদের মধ্যেও শুরু হয়েছে আনন্দ।হুগলি জেলা থেকে এতদিন সল্টলেক সেক্টর ফাইভ এর উদ্দেশ্যে যাত্রা করতে যাত্রীদের ভরসা ছিল শুধুমাত্র ট্রেন অথবা শাটল পরিষেবা। তবে, সোমবার থেকে সেই যাত্রায় পরিবর্তন এসেছে নিত্যযাত্রীদের। এবার থেকে শেওড়াফুলি- সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে নতুন এসি বাস পরিষেবা। তবে, এই পরিষেবা সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থায় চলাচল করবে। জানা যায়, আপাতত পাঁচ দিনের জন্যই মিলবে এই পরিষেবা। প্রথম এই বাসটি শেওড়াফুলি থেকে সকাল ৭টায় ছেড়ে সল্টলেক পৌঁছবে সকাল ৯.৫০ মিনিটে। এই পরিষেবা শুরু হবার পর থেকে বাস মালিকদের একাংশের মধ্যে খুশি ছড়িয়ে পড়েছে। পুজোর আগে হুগলি থেকে সল্টলেক রুটে বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কতটা প্রভাব পড়বে, সেদিকেও অনেকে নজর রেখেছে। প্রসঙ্গত, বর্তমানে যাত্রীর অভাবে বহু রুটের বাস বন্ধ হয়ে যাচ্ছে। তবে এখন দেখার বিষয় এই রুটে যাত্রী সংখ্যা ও পরিবহন ব্যবস্থা কেমন হয়।
![]() |
ছবি: সংগৃহীত |
উল্লেখ্য, হুগলি থেকে সেক্টর ফাইভ যেতে রেলরুটের পাশাপাশি এবার বাস রুটের ব্যবস্থা ও ক্রমশ শক্তিশালী হচ্ছে। ট্রেন পথে আসতে গেলে অনেককেই প্রথমে বালিতে নেমে আবার শাটল ধরে নিজেদের গন্তব্যে যেতে হয়। এই নতুন ব্যবস্থা শুরু হওয়ায় যাত্রীদের বাস রুটের ক্ষেত্রে উপকার পাবে বলে মনে করছেন অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন