Top News

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আবার 'বাঙালি' ইস্যু! কী বললেন মুখ্যমন্ত্রী?

 বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ফের বাঙালি ইস্যুতে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি।



আজ ২৯ জুলাই। বাঙালির যুগপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। সকালে এক্স হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, "বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। বাংলা তথা ভারতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই আমরা কখনো ভুলতে পারব না। আমরা আজ যা, তা অনেকটাই তাঁর অবদান - সেই বর্ণপরিচয় থেকে যার শুরু।" শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি 'বাঙালি' ইস্যুকে তুলে ধরে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। "যারা আজ বাংলা ও বাঙালিকে আক্রমণ করছে তারাই বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে কলকাতায় বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তি ভেঙেছিল।" 


ভিনরাজ্যে আজও আক্রান্ত হয়ে চলেছেন বাংলাভাষী মানুষজন। কিন্তু তা ক্রমাগত ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার তাদের কর্মসূচিতে বাঙালিদের অগ্রাধিকার দিয়ে নানাবিধ নিত্যনতুন সিদ্ধান্ত নিচ্ছে। নিছকই ভূমিপুত্রদের প্রতি প্রেম না আগামী ভোটের জন্য ভূমি প্রস্তুত করার একটি চমৎকার প্রচেষ্টা তা অবশ্য ধীরে ধীরে বোঝা যাবে।

https://x.com/MamataOfficial/status/1949998314524725463

Post a Comment

নবীনতর পূর্বতন