বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এসআইআরের বিরোধিতা করে সোচ্চার হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রতিনিয়ত সংসদের বাইরেও এই ব্যাপারে বিক্ষোভ করছেন তারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি গেলে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি নির্দেশ দেয়, তার দিকে সকলেই তাকিয়ে ছিলেন।অবশেষে আজ সেই এসআইআর নিয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত।
বলা বাহুল্য, বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে একটি মামলা হয়। আর সেই মামলার শুনানি প্রক্রিয়াতেই বিশেষ পর্যবেক্ষণ এবং মতামত জানায় সুপ্রিম কোর্ট। যেখানে আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবেন বলেই মনে করেন তারা। পাশাপাশি ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেও নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আইন অনুযায়ী কমিশন কাজ করবে বলেই মনে করি। কিন্তু গণহারে ভোটার তালিকায় নাম বাদ গেলে কতক্ষেপ করবে আদালত।"
আর এখানে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন যে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রমাগত অভিযোগ করছে যে, চক্রান্ত করে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে, এর ফলে বিজেপি বাড়তি সুবিধে পাবে সেই সমস্ত রাজ্যের। আর সেখানেই তৈরি হয়েছে জটিলতা। স্বাভাবিক ভাবেই এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে, যদি গণহারে নাম বাদ দেওয়ার বিষয় সামনে আসে, তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে। তাই বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে আদালতের এই মন্তব্যে সাময়িকভাবে কিছুটা হলেও স্বস্তি পেল বিরোধীরা। অন্তত তেমনটাই মনে করছে না একাংশ। যদিও বা আগামী আগস্ট মাসের ১২ এবং ১৩ তারিখ এই বিষয়ে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তাই এসআইআর নিয়ে যখন জাতীয় রাজনীতি তোলপাড়, ঠিক তার মধ্যেই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
একটি মন্তব্য পোস্ট করুন