সময়টা ২০২১, শেষবারের মত ছোট পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী সোলাঙ্কি রায় কে। তারপর মাঝে অনেকগুলো দিন কেটে গেছে ছোট পর্দায় নয়, বড়পর্দায় তাকে কখনো সিনেমা বা কখনো ওয়েব সিরিজে দেখা গেছে।
কখনো মেঘলা বা কখনো খড়ি বারবার তাকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। বারবার দর্শকের মনে একটাই প্রশ্ন দেখা গিয়েছে আর কি অভিনেত্রী সোলাঙ্কি রায় ছোট পর্দায় ফিরবেন না? সব প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'-তে দেখা যাবে নায়িকাকে।
![]() |
ছবি: সংগৃহীত |
তবে কি এই কাহিনীর মাধ্যমে অভিনেত্রী ফিরছেন আবারও ছোট পর্দায়? সম্ভবত ৩১ শে জুলাই সেটি সম্প্রচারিত হবে পর্দায়। এই ধারাবাহিকের ইতিমধ্যে শুটিং ও সেরে ফেলেছেন সোলাঙ্কি। লাহিড়ী বাড়িতে আকাশ ও মাটির সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে সোলাঙ্কি রায় কে। লাহিড়ী বাড়িতে নতুন মানুষের আগমন, বর্ষায় ইলিশ উৎসবে মেতেছেন গোটা পরিবার। আর সেখানেই তিনি বিশেষ অতিথির চরিত্রে রয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একদিনের একটা শুটিং ছিল। তবে এখনই ছোট পর্দায় ফেরার কোন পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি । বর্তমানে সৌম্যজিৎ আদক পরিচালিত 'টেক কেয়ার ভালোবাসা' ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন