Top News

Bar Council On Kasba Case : কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল

 


কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী এনরোলমেন্ট তথা লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল(Bar Council On Kasba Case)। আজ থেকেই দেশের কোনও আদালতে আর ওকালতি করতে পারবেন না মনোজিৎ। কসবার ঘটনা তীব্র নিন্দা রাজ্য বার কাউন্সিলের। নির্যাতিতাকে সব রকম ভাবে আইনি সহযোগিতা করতে প্রস্তুত বলে জানালেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব।


মনোজিৎ মিশ্রের লাইসেন্স বাতিল (Bar Council On Kasba Case)

কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবী এনরোলমেন্ট তথা লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল(Bar Council On Kasba Case)। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের মিশ্রর নাম সামনে আসতেই তাঁর এনরোলমেন্ট বাতিল করা নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার জরুরি বৈঠক ডেকে ছিল রাজ্য বার কাউন্সিল। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে মনোজিতের এনরোলমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আজ থেকে দেশের কোনও আদালতেই আর ওকালতি করতে পারবে না মনোজিৎ। এই সিদ্ধান্তের কথা অল ইন্ডিয়া বার কাউন্সিলকেও মনোজিতের ছবি সহ চিঠি দিয়ে জানিয়ে দেবে রাজ্য বার কাউন্সিল।

রাজ্য বার কাউন্সিল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে 


সভা শেষে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের সভাপতি তথা অল ইন্ডিয়া বার কাউন্সিলের প্রতিনিধি অশোক দেন জানান, ‘সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক(Bar Council On Kasba Case)। রাজ্য বার কাউন্সিল এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। কোনভাবেই এই ঘটনাকে সমর্থন করে না রাজ্য বার কাউন্সিল। দোষীদের উপযুক্ত ও কড়া শাস্তির দাবি জানাচ্ছি আমরা। সেই কারণেই রাজ্য বার কাউন্সিল এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী এনরোলমেন্ট তথা লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

কোনও আদালতে ওকালতি করতে পারবেন না মনোজিৎ 


মনোজিতের ছবি সহ রাজ্য বার কাউন্সিলর এই সিদ্ধান্ত খুব শীঘ্রই অল ইন্ডিয়া বার কাউন্সিলকে (Bar Council Of India) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। আজ থেকে দেশের কোনও আদালতে ওকালতি করতে পারবেন না মনোজিৎ। তাঁকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা নির্যাতিতার পাশে সব রকম ভাবে আছি। নির্যাতিতা যদি আমাদের কাছে কোনও রকম আইনি সহযোগিতা চান, আমরা সব রকম ভাবে সাহায্য করব। খুব শীঘ্রই রাজ্য বার কাউন্সিলের এক প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে যাবে, তাঁর সঙ্গে কথা বলার জন্য।’

নির্যাতিতাকে আইনি সহযোগিতা করতে প্রস্তুত 

কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী এনরোলমেন্ট তথা লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল(Bar Council On Kasba Case)। আজ থেকেই দেশের কোনও আদালতে আর ওকালতি করতে পারবেন না মনোজিৎ। কসবার ঘটনা তীব্র নিন্দা রাজ্য বার কাউন্সিলের। নির্যাতিতাকে সব রকম ভাবে আইনি সহযোগিতা করতে প্রস্তুত বলে জানালেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব।

Post a Comment

নবীনতর পূর্বতন