ফের একবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো মেট্রো, বৃহস্পতিবার সকালে চাঁদনী চক মেট্রো স্টেশনে শর্ট সার্কিট, আর তা থেকেই মেট্রোর রেকে আগুন দেখা যায় বলে খবর। যার জেরে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মুখী মেট্রোর যাত্রী পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এদিন সকাল আটটা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর একটি কামরার তলা থেকে আগুন দেখতে পাওয়া যায়। তৎক্ষণাৎ যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে আনা হয়। পরবর্তী যেসব মেট্রো রয়েছিল সেগুলিও কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়। সকালবেলা অফিস যাওয়ার মুখে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। নিমেষের মধ্যেই উপস্থিত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক। সূত্রের খবর ক্ষতিগ্রস্ত মেট্রো টিকে তৎক্ষণাৎ কারসেটের সরিয়ে আনা হয়।
ফের একবার বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো মেট্রো
Amrita Saha
0
একটি মন্তব্য পোস্ট করুন