২৫ হাজার টাকা বেশি! এবারে দুর্গা পুজোয় পশ্চিমবঙ্গের প্রতিটি ক্লাবগুলিকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সেপ্টেম্বর মাসে পুজো হওয়ার দরুণ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের পুজো কমিটিগুলি। বৃহস্পতিবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে আলোচনা হয় নানা বিষয় নিয়ে। এইদিন অনুদানের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, এই বছর প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে সরকারের তরফ থেকে। ২০২২ সালে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয় সবকটা ক্লাবকে। ২০২৩ সালে তা বেড়ে হয় ৭০ হাজার এবং ২০২৪ এ ৮৫ হাজার টাকা অনুদান পায় ক্লাবগুলি। এই বছর তা এক ধাক্কায় ২৫ হাজার বেড়ে যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এও কি এক 'মাস্টারস্ট্রোক' মমতার?
অনুদান ছাড়াও এইদিন পুজোর সময়ে নিরাপত্তা ও নারী সুরক্ষার ব্যাপারে নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী। তবে 'অনুদান'কে কেন্দ্র করে বিরোধীদের মধ্যে ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন