Top News

Bangladesh: ভোটের ময়দানে প্রত্যাবর্তন খালেদা জিয়ার!

 বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে আবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া। বাংলাদেশ ন্যাশানাল পার্টির (বিএনপি) তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।



শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বহু দিন অসুস্থ ছিলেন খালেদা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার শাসনক্ষমতায় এসেছে বাংলাদেশে। কেটে গিয়েছে অনেকটা সময়। 'দ্য ডেইলি স্টার' এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টো জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে নামতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মিন্টো বলেন, ফেনি আসন থেকে লড়বেন খালেদা জিয়া। তাঁর মতে, আগামী  ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ নির্বাচন হতে পারে বাংলাদেশে। তিনি এও বলেন, অন্তর্বর্তী সরকারের মামলা চলছে সর্বোচ্চ আদালতে,সেই কারণে ফেব্রুয়ারির আগেও হতে পারে নির্বাচন।


গত বছরের মে মাসে দীর্ঘ অসুস্থতার চিকিৎসা করিয়ে লণ্ডন থেকে ফেরেন বিএনপির চেয়ারপার্সন। আগস্টে গদিচ্যুত হন হাসিনা। অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির কারণে ২০১৮ তে জেলবন্দি ছিলেন খালেদা। ২০২০ তে কোভিডের সময়ে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া পর শর্তসাপেক্ষে সাজা মকুব করা হয় তাঁর। গত বছর তিনি মুক্তির নির্দেশ পান। এই বছর তিনি আবার ভোটের আসরে নামছেন। কীভাবে তাঁর এই সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের মানুষ?

Post a Comment

নবীনতর পূর্বতন