তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ নজর কাড়লেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলি আখান। বৃহস্পতিবার কলেজ চত্বরে দাঁড়িয়ে তিনি নিজে হাতে তৃণমূল ছাত্র পরিষনের সদস্যদের পোশাক বিতরণ করেন। তাঁর গায়েও ছিল হলুদ রঙের একটি পাঞ্জাবি, যাতে লেখা ছিল— ‘জয় বাংলা’। এই কর্মসূচির আয়োজন করেছিল রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন।
অধ্যক্ষ জাফর জানান, ছাত্রছাত্রীদের অনুরোধ রাখতেই তিনি পোশাক বিতরণে যোগ দেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ওই দিন কলেজে নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে, পরীক্ষার্থীদের তরফে কোনও অভিযোগ ওঠেনি।
বৃহস্পতিবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ. এলএল.বি এবং বি.কম চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ছিল। দিনটি পরিবর্তনের জন্য আগে থেকেই আবেদন জানিয়েছিলেন পড়ুয়া, অধ্যক্ষ, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশ। তাঁদের আশঙ্কা ছিল, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শোভাযাত্রার কারণে পরীক্ষার্থীরা কলেজে পৌঁছোতে সমস্যায় পড়তে পারেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে অবশ্য জানিয়ে দেন, পরীক্ষার দিন পরিবর্তন করা হবে না। উচ্চশিক্ষা দফতরও সেই বিষয়ে পরামর্শ দিয়েছিল, কিন্তু শেষমেশ নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্যভাবে, পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদনে সই করেছিলেন অধ্যক্ষ জাফর আলি আখানও। পরে তিনি বলেন,
“একজন অনুমোদিত কলেজ অধ্যক্ষ হিসাবে আমি সরকারের সঙ্গে মিলিয়েই অনুরোধ জানিয়েছিলাম। তবে পরীক্ষার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল, তাই পিছোনো সম্ভব হয়নি। কিন্তু পরীক্ষা শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং কোনও অভিযোগ জমা পড়েনি।"
অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিতরণ করা হলুদ পোশাক পরে সংগঠনের সদস্যরা মিছিল করে মেয়ো রোডের সভায় যোগ দেন। অধ্যক্ষ জাফর জানিয়েছেন, এই মিছিল কলেজের বাইরে থেকে শুরু হয়েছিল, ফলে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন