শেষমেশ পরীক্ষা সম্পন্ন হলো কোলকাতা বিশ্ববিদ্যালয়ে। হাজার প্রতিকূলতা পেরিয়ে জয়ী উপাচার্য শান্তা দত্ত দে।
প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ আগস্ট। ওইদিনই স্নাতক স্তরের পরীক্ষা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজগুলিতে। এসেছে নানা বাঁধা। কখনও পার্টির তরফে, কখনও সরকারের তরফে, আবার কখনও বা অধ্যাপকদের তরফে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকলো বিশ্ববিদ্যালয়। নির্বঘ্নে সম্পন্ন হলো পরীক্ষা।
জোর করা হয়েছিলো বারবার। এমনকি এই নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে কটাক্ষ করেছেন শহরের মেয়র ফিরহাদ হাকিমও। বিদ্রুপ করেছেন TMCP এর একাংশ। কর্ণপাত করেননি শান্তা। গতকালই পুলিশদের সহায়তা চেয়েছিলেন তিনি। আজ বিভিন্ন কলেজে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা শেষ হওয়ায় কার্যত নিশ্চিন্ত শান্তা দত্ত দে। আজ তিনি সবশেষে মন্তব্য করেন, "সরকার পরীক্ষার দিন ঠিক করতে পারে না।"
একটি মন্তব্য পোস্ট করুন