ভারতীয় পণ্যের ওপর আবার শুল্কবৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের। পাল্টা বিবৃতি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলো ভারত সরকার।
আগেই চাপানো হয় ২৫%। এবার মার্কিন যুক্তরাষ্ট্র আরও ২৫% শুল্ক চাপালো ভারতের ওপর। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের কার্যত বিরুদ্ধাচরণ করে বিবৃতি প্রকাশ করলো ভারতের বিদেশমন্ত্রক। সেখানে স্পষ্ট বলা হয়েছে, "ভারতের রাশিয়া থেকে আমদানি তেল মার্কিন সরকারের লক্ষ্যবস্তু।" বিদেশমন্ত্রক এও জানায়, " মার্কিন সরকারের কাছ থেকে এই ঘটনা অনভিপ্রেত...ভারত এর উপযুক্ত পদক্ষেপই নেবে।"
বর্তমানে ট্রাম্প সরকারের 'স্বৈরাচারী' আচরণে জেরবার বহু রাস্ট্র। রাশিয়া, ভারত সহ বহু দেশের সঙ্গে সংঘাত তুঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের। কেন এই 'স্বৈরাচার'? কী করার চেষ্টায় অবিচল ডোনাল্ড ট্রাম্প?
একটি মন্তব্য পোস্ট করুন