SSC গ্রুপ সি মামলায় পাঁচজনের কন্ঠস্বরের নমুনা নেওয়া শুরু করলো সিবিআই। নমুনা সংগ্রহের পর তা ফরেনসিকে পাঠানো হবে।
গ্রুপ সি মামলায় একটি দীর্ঘ ভিডিও ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যায় পরীক্ষা না দিয়েই চাকরি পাওয়ার কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বিকাশ ভবনের একটি দপ্তরে। সিবিআই কর্তাদের সামনে এই ভিডিও আসতে তাঁরা আদালতকে জানান যে, এই ভিডিওতে যাঁরা কথা বলছেন, তাঁদের সঙ্গে কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা দরকার। এরপরই আদালতের নির্দেশে তদন্তকারীরা শুরু করলেন এই প্রক্রিয়া।
সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বসু, পঙ্কজ বনশল সহ পাঁচজনের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া আজ শুরু করে সিবিআই। এরপর ফরেনসিকে পাঠানো হবে এই নমুনা। তারপর তাঁরা রিপোর্ট জমা করবেন আদালতে।
একটি মন্তব্য পোস্ট করুন