বুধবার সন্ধ্যায় সল্টলেকের করুণাময়ী কানেক্টিং ব্রিজের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কেষ্টপুর ও সল্টলেকের মাঝের ৮ নম্বর ফুটব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রাস্তার রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সেই সময় বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন এক ডেলিভারি সংস্থার কর্মী। ধাক্কার ফলে তিনি রেলিংয়ের মাঝে আটকে পড়েন। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির আরোহীদের দ্রুত উদ্ধার করা গেলেও আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে, আর পুলিশের পক্ষ থেকেও সময়মতো উদ্ধার সম্ভব হয়নি। ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং দমকলের গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ মোতায়েন করা হয় এবং কাদানে গ্যাস সেল ফাটানো হয়। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন।
ডিসিপি বিধাননগর অনীশ সরকার জানিয়েছেন, পরিস্থিতি ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, "যুবকটিকে বাঁচানো গেল না কেন? এত দেরিতে এসে দমকলের লাভ কী?" — এই অভিযোগ নিয়েই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
একটি মন্তব্য পোস্ট করুন