বিদিশা রায়,কলকাতা,১৩ ই আগস্ট ২০২৫ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে হয়ে উঠেছে তৎপর। ভোটের তালিকায় প্রকাশের আবহে এটি আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্যের শাসকগোষ্ঠী।
পশ্চিমবঙ্গ থেকে ভিন্রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচার’ নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি। আর তখনই পরিযায়ী শ্রমিকদের পরিচয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিককে সচিত্র পরিচয়পত্র দেবে রাজ্য। শ্রম দফতর সূত্রের খবর, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এখন কার্ডের নকশা তৈরির কাজ চলছে। শীঘ্রই তা ওয়েবসাইটে আপলোড করা হবে। ছবির পাশাপাশি নাম-ঠিকানার সঙ্গে আরও বেশকিছু বিষয়ে উল্লেখ থাকবে বলে জানা গেছে।
রাজ্য সরকারের ‘কর্মসাথী’ নামের পোর্টাল যা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই নির্দিষ্ট তাতেই প্রকাশিত হবে এই তথ্য। শ্রম দফতর সূত্রের খবর, ‘কর্মসাথী’ পোর্টালেই নাম নথিভুক্ত করে পরিযায়ী শ্রমিকেরা তাঁদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রের দাবি তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও। বুধবার যুব কংগ্রেসের মধ্য কলকাতা জেলা কমিটি আয়োজিত একটি সভায় অধীর বলেন, ‘‘রাজ্যের কত শ্রমিক অন্য রাজ্যে, অন্য দেশে কাজ করতে যান, তার হিসাব রাজ্য সরকারের কাছে নেই। পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার পরিচয়পত্র দিক। তাতে যদি লেখা থাকে তাঁরা বাংলার কোন জেলার, কোন ব্লকের, কোন থানা এলাকার বাসিন্দা, তা হলে তাঁদের হেনস্থার মুখে পড়তে হবে না।’’
একটি মন্তব্য পোস্ট করুন