শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব -কে ঘিরে সাম্প্রতিক কিছু আলোচনা ঘুরছে টলিউডের অন্দরে। একদিকে দেবের সঙ্গে শুভশ্রীর সিনেমার কাজ নিয়ে নানা জল্পনা, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন নিয়েও গুঞ্জন। এই আবহে অবশেষে মুখ খুললেন রাজ চক্রবর্তী।
তিনি স্পষ্ট করেই জানালেন,
"আমার স্ত্রী-র যে কোনও কাজে আমি পাশে থাকব, এটাই স্বাভাবিক। এর মধ্যে বলার মতো কিছু তো নেই!"
শুধু এখানেই থামেননি রাজ। শুভশ্রীর সঙ্গে তার সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করে তিনি আরও বলেন,
"আমি কী করছি, কী করব— সব শুভ জানে। ও ‘মাই লাভ’, ‘মাই জান’।"
রাজের এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি শুভশ্রীর পেশাগত সিদ্ধান্ত ও ব্যক্তিগত সম্পর্ক— দুই ক্ষেত্রেই পূর্ণ আস্থায় পাশে রয়েছেন।
টলিউডের অনেকেই মনে করছেন, দেব ও শুভশ্রীর একসঙ্গে কাজ করার খবরে কিছু মানুষ নানা গুঞ্জন ছড়াচ্ছেন। সেই পরিস্থিতিতেই রাজ চক্রবর্তীর এই মন্তব্য যেন একরকম বার্তাই পৌঁছে দিল— পরিবার, সম্পর্ক ও পেশাদারিত্ব নিয়ে তিনি যথেষ্ট পরিণত এবং আত্মবিশ্বাসী।
তবে দেব বা শুভশ্রী এই বিষয়ে এখনো সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে রাজের এই মন্তব্য নিঃসন্দেহে পুরো পরিস্থিতির ওপর একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এনে দিল।
একটি মন্তব্য পোস্ট করুন