Top News

শিরদাঁড়া বিক্রি নেই'! গেঞ্জিতে কড়া বার্তা লিখে ফের পরীক্ষা দিলেন চাকরিহারা শর্মিষ্ঠা দুয়ারী, দেখুন ভাইরাল ছবি

 


শিক্ষক নিয়োগের পরীক্ষা ফের অনুষ্ঠিত হলো। এইবার বাঁকুড়া জেলায় একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ২৫টি কেন্দ্রে মোট ১১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে বরাবরের মতোই এদিনের পরীক্ষাতেও নজর কাড়লেন চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারী।

গেঞ্জিতে প্রতিবাদ!

গত সপ্তাহে নবম-দশম শ্রেণির পরীক্ষায় 'হোক প্রতিবাদ' লেখা গেঞ্জি পরে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন। এবার একাদশ-দ্বাদশের পরীক্ষায় তাঁর গেঞ্জিতে লেখা ছিল, 'শিরদাঁড়া বিক্রি নেই'।


উল্লেখ্য, শর্মিষ্ঠা ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন। কিন্তু নিয়োগ দুর্নীতির কারণে তাঁর মতো অনেক শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায়। আদালতের নির্দেশে নয় বছর পর স্কুল সার্ভিস কমিশনকে আবার পরীক্ষা নিতে হচ্ছে।


এদিন পরীক্ষা দিয়ে শর্মিষ্ঠা বলেন, "এই সরকার আমাদের অন্যায়ের বিরুদ্ধে নতুন লড়াই করতে শেখাল। তাই 'হোক প্রতিবাদ' লেখা গেঞ্জি পরে আগের রবিবার এসেছিলাম। এবার বলছেন, মেধার ভিত্তিতে চাকরি পেয়েও যাদের চাকরি গেছে, তারা শিরদাঁড়া সোজা রেখেই পরীক্ষা দিতে এসেছেন। কারণ, শিরদাঁড়া বিক্রি নেই।"


পরীক্ষা কেন্দ্রগুলোতে অ্যাডমিট কার্ড, স্বচ্ছ জলের বোতল ও কলম ছাড়া আর কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন