আজ এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান । ২২-এ এপ্রিল পেহেলগাঁও এ ঘটে যাওয়া নারকীয় হত্যা লীলার প্রতিবাদে অপারেশন সিন্দুরের পর এটাই হল প্রথম আন্তর্জাতিক ম্যাচ যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চলেছে। তবে সেই খেলা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক ও সমাজমাধ্যমে নানা সমালোচনা ।
সম্প্রীতি পেহেলগাঁও এ জঙ্গি আক্রমণের পরও কেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে সেই নিয়ে রাজনীতিবিদদের মধ্যে
প্রশ্ন উঠে এসেছে। সমাজ মাধ্যমে এই খেলা"বয়কটের" ডাক এসেছে বারবার। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের শুধু খেলা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। পেহেলগাও-এর ঘটনার সময় পাকিস্তানের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করার পক্ষে সওয়াল করেছিলেন গম্ভীরও। অথচ তিনিই ভারতীয় দলের কোচ হিসাবে এখন ‘নিরুপায়’।
![]() |
| এশিয়া কাপে মুখোমুখি ভারত - পাকিস্তান। সিএনএন১৮৯ - সৌজন্য। |
প্রশ্ন উঠে এসেছে। সমাজ মাধ্যমে এই খেলা"বয়কটের" ডাক এসেছে বারবার। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের শুধু খেলা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। পেহেলগাও-এর ঘটনার সময় পাকিস্তানের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করার পক্ষে সওয়াল করেছিলেন গম্ভীরও। অথচ তিনিই ভারতীয় দলের কোচ হিসাবে এখন ‘নিরুপায়’।
শনিবার সাংবাদিকদেক সঙ্গে কথা বলার সময় দুশখতে বলেছেন, ‘‘এই ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ আমরা বুঝি। আমাদের কোচের বার্তা খুব পেশাদার এবং পরিষ্কার। গম্ভীর বলেছে, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে কিছু ভাবারও দরকার নেই।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিষয়টা খুবই সংবেদনশীল। অধিকাংশ ভারতবাসীর মনোভাব, অনুভূতি ক্রিকেটারদের অজানা নয়। ওদের অনুভূতিও খুব একটা আলাদা নয়। একটা সময় পর্যন্ত এশিয়া কাপই অনিশ্চিত ছিল। সকলে অপেক্ষায় ছিলাম। তবে সরকারের অবস্থান সকলেরই জানা।’’
দুশখতে বলেছেন, ‘‘আমরা ক্রিকেটের মধ্যে আবেগ মেশাতে চাইছি না। ছেলেরা যথেষ্ট পেশাদার। কিছু পরিস্থিতিতে ব্যক্তিবিশেষের আলাদা আলাদা অনুভূতি থাকা স্বাভাবিক। আমরা ক্রিকেটারদের বলেছি, শুধু খেলায় মন দিতে। ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে না ভাবতে।’’ সূত্রের খবর, ক্রিকেটারদের সঙ্গে গম্ভীর নিজে কথা বলেছেন। সাজঘরের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আর একটা ম্যাচ হিসাবে দেখার বার্তা দিয়েছেন।
তবে শনিবারে দুই দল একই মাঠে প্র্যাকটিস করলেও তাদের মধ্যে কোন সৌজন্য আদান-প্রদান করতে দেখা যায়নি বলেই সূত্রের খবর। তবে তা সত্ত্বেও ভারত এবং পাকিস্তান উভয়ই একে অপরের সম্মুখীন হতে চলেছে রবিবার দিন। তবে দুশখতে বলেছেন, ‘‘আমরা দেশবাসীর অনুভূতি সম্পর্কে সচেতন। তবে আমাদের এগোতে হবে। ক্রিকেটারেরা দেশের হয়ে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। পরিস্থিতি বিবেচনা করে ওরা যতটা সম্ভব পেশাদার এবং খেলার প্রতি মনোযোগী থাকার চেষ্টা করবে।’’
তবে সবশেষে বলাই যায় দুবাইয়ের এই ম্যাচ ক্রিকেট ভক্তদের মনে অনেক উত্তেজনার সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন