মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দেবীপুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করে অভিযোগে বলা হয়েছে, জমি দখল করে তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর কর্মীরা বেআইনি পার্টি অফিস তৈরি করতে গেলে ওই মহিলা তার প্রতিবাদ জানান। তারই পরিপ্রেক্ষিপ্তে মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা বিজেপি কর্মী।
মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দেবীপুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করে অভিযোগে বলা হয়েছে, জমি দখল করে তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর কর্মীরা বেআইনি পার্টি অফিস তৈরি করতে গেলে ওই মহিলা তার প্রতিবাদ জানান। তারই পরিপ্রেক্ষিপ্তে মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা বিজেপি কর্মী।
অভিযোগ, অবৈধ ভাবে জমি দখল করে এলাকায় একটি 'বেআইনি' পার্টি অফিস তৈরির বিরোধিতা করছিলেন ওই মহিলা। এরপরই ওই মহিলার বিরুদ্ধে চড়াও হয় তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক। তাঁর উপর হামলা চালায়, এরপর ওই মহিলাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে দাবি বিজেপির।
দলের তরফে অভিযোগ, প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়, পরে শারীরিকভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে বিজেপি ‘রাষ্ট্র সমর্থিত হিংসা’ বলে কটাক্ষ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা বিজেপির রাজনৈতিক 'নাটক' ছাড়া কিছুই নয়। তাদের দাবি, ঘটনাকে উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
#North24Parganas : মহিলা বিজেপি কর্মীকে ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দেবীপুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। pic.twitter.com/xArJHbFKpS
— NT বাংলা / NT Bangla (@NewsTapBangla) November 22, 2025
এদিনের ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "তাঁর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানো হয়েছে। তার প্রতিবাদ করায় ওই মহিলাকেই ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আমাদের বিজেপি বেঙ্গল পেজ থেকে গোটা ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। এখানে মহিলাদের কোনও সম্মান নেই। এটা হচ্ছে সমাজবিরোধীদের সরকার। এখন গুন্ডারা মমতা ব্যানার্জীকে কন্ট্রোল করে"।
অপরদিকে মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার বলেছেন, “বিজেপি কোনও ইস্যু পেলেই রাজনীতির রঙ চড়াতে চায়। এটা দুই ভাইয়ের পারিবারিক ঝামেলা, আবাস যোজনার ঘর নিয়ে বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার মূল অভিযুক্ত তনয় পাইককে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম হয়েছেন আক্রান্ত মহিলা। তাঁর পিঠে গভীর আঘাত লেগেছে।
একটি মন্তব্য পোস্ট করুন